নমুনা প্রশ্ন
১) শাপলাপাতা কী?
ক. এক প্রজাতির পাখি
খ. এক প্রজাতির প্রজাপতি
গ. এক প্রজাতির ময়ূর
ঘ. এক প্রজাতির মাছ
উত্তর: ঘ. এক প্রজাতির মাছ
২) নিচের কোন প্রাণিটি ভাল্লুক গোত্রের অন্তর্ভুক্ত নয়?
ক. সূর্য-ভাল্লুক
খ. মেরু-ভাল্লুক
গ. বাঁশ-ভাল্লুক
ঘ. পান্ডা
উত্তর: গ. বাঁশ-ভাল্লুক
৩. কোন বনের পাতা শীতকালে ঝরে যায়?
ক. শালবন
খ. ক্রান্তীয় চিরহরিৎ বন
গ. ম্যানগ্রোভ বন
ঘ. গ্রামীণ বন
উত্তর: খ. ক্রান্তীয় চিরহরিৎ বন
৪. নিচের কোনটি এক্স সিটু (Ex Situ) সংরক্ষণের কৌশল নয়?
ক. সাফারি পার্ক
খ. জীন ব্যাংক স্থাপন
গ. বোটানিকাল গার্ডেন
ঘ. বন্যপ্রাণী অভয়ারণ্য
উত্তর: ঘ. বন্যপ্রাণী অভয়ারণ্য
৫. নিচের কোনটি রামসার সাইটের অন্তর্ভুক্ত?
ক. গাঙ্গুয়ার চর
খ. টাঙ্গুয়ার হাওর
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সেইন্ট মার্টিন
উত্তর: খ. টাঙ্গুয়ার হাওর
৬. নিচের কোন উক্তিটি সত্য নয়?
ক. অসম্পূর্ণ ট্রফি হলো মৃত প্রাণির অংশবিশেষ
খ. অভয়ারণ্যে পর্যটকদের জন্য বিশেষ স্থানে বিশেষ ব্যবস্থা থাকে
গ. আবদ্ধ প্রাণী বন্দী অবস্থায় সন্তান উৎপাদন করে
ঘ. বন্যপ্রাণী এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে করিডোর ব্যবহার করে
উত্তর: খ. অভয়ারণ্যে পর্যটকদের জন্য বিশেষ স্থানে বিশেষ ব্যবস্থা থাকে
৭. নিচের কোন প্রাণিটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে?
ক. শুশুক
খ. খাটোলেজি বানর
গ. মেছো বিড়াল
ঘ. নীলগাই
উত্তর: ঘ. নীলগাই
৮. সুন্দরবনের জেলেরা কোন প্রাণিটির সাহায্যে মাছ শিকার করে?
ক. ঘড়িয়াল
খ. ভোঁদর
গ. মাডস্কিপার
ঘ. মেছো বিড়াল
উত্তর: খ. ভোঁদর
৯. জীববৈচিত্র্য (Biodiversity) শব্দটি কী বোঝায়?
ক. পৃথিবীতে সকল প্রকার প্রাণের বৈচিত্র্য
খ. বন্যপ্রাণীর বৈচিত্র্য
গ. বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য
ঘ. একই প্রজাতির মধ্যকার বৈশিষ্টের পার্থক্য
উত্তর: ক. পৃথিবীতে সকল প্রকার প্রাণের বৈচিত্র্য
১০. মৌমাছির এবং এর মতো অন্যান্য পরাগায়নকারী পৃথিবীতে প্রাণের জন্য গুরুত্বপূর্ণ কেন?
ক. এরা ক্ষতিকর কীটপতঙ্গের সংখ্যা হ্রাস করে
খ. অক্সিজেন প্রদান করে
গ. আমাদের খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে
ঘ. মাটির উর্বরতা বৃদ্ধি করে উদ্ভিদের বড় হতে সাহায্য করে
উত্তর: গ. আমাদের খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে