• অভয়ারণ্য : অভয়ারণ্য হচ্ছে সে সকল এলাকা যেখানে বন্যপ্রাণীরা নিরাপদে বংশবিস্তার করতে পারবে এবং যেখানে বন্যপ্রাণীদের মারা, গুলি ছোড়া, তাদের ধরা এবং তাদের শিকারের জন্য ফাঁদ পাতা নিষেধ।
  • অসম্পূর্ণ ট্রফি: যখন কোন মৃত বন্যপ্রাণীর অংশবিশেষ পরিশোধন বা প্রক্রিয়াজাত করা হয় না এবং সেই অংশবিশেষ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • আবদ্ধ প্রাণী: বন্দী বন্যপ্রাণী যারা বন্দী অবস্থায় বাচ্চা জন্ম দেয়।
  • ইকোপার্ক: ইকোপার্ক হচ্ছে এমন একটি অঞ্চল যা বন্যপ্রাণীদের প্রাকৃতিক বসবাস এর পরিবেশের সাথে মিল স্বরূপ এবং পর্যটন সুবিধা রয়েছে সাধারণ জনগণের।
  • কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি : কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভারসিটি হচ্ছে একটি চুক্তি যেটা নিশ্চিত করে পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীর জীব বৈচিত্র্য ও প্রাণী এবং উদ্ভিদ হতে প্রাপ্ত সম্পদের সুষ্ঠব্যবহার ও সংরক্ষণ। 
  •  করিডোর: এমন একটি সংরক্ষিত এলাকা যার প্রান্ত সীমানার চলাচল পথ দিয়ে সেখানকার বন্যপ্রাণীরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক বনাঞ্চল থেকে অন্য বনাঞ্চলে নির্দ্বিধায় চলাচল করতে পারে।
  • কুঞ্জবন : কুঞ্জবন হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা যেখানে বিভিন্ন প্রজাতির এবং বৈচিত্রময় উদ্ভিদ দেখা যায় যেমন বৃক্ষরাজি এবং লতাগুল্ম যা ওই এলাকার স্থানীয় জনগোষ্ঠীর ওপর সাংস্কৃতিক সামাজিক প্রথাগত প্রভাব রাখে।
  • কোর জোন: জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি এলাকাকে সংরক্ষণে আওতায় আনা হচ্ছে কোর জোন। যেখানে বন্যপ্রাণীরা নির্দ্বিধায় বংশবৃদ্ধি করতে পারবে এবং পর্যটক প্রবেশ নিষিদ্ধ বা সীমিত এবং সেখানকার বনজ দ্রব্য ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। 
  • জলাভূমি: সর্বোচ্চ ৬ মিটার গভীরতা সম্পূর্ণ স্রোতবিহীন মিঠা পানি অথবা নোনা পানি সমৃদ্ধ জলের স্তুপকে জলাভূমি বলা হয় সাধারণত নিচু এবং স্যাতস্যাতে হয়ে থাকে। 
  • জাতীয় উদ্যান : জাতীয় উদ্যান হচ্ছে এমন একটি উদ্যান যেখানে প্রাকৃতিক পরিবেশের সাথে মিল রেখে প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে একটি বড় এলাকাকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।  এটি জনসাধারণকে বন্য প্রকৃতির অভিজ্ঞতা  দেয়, এবং একইসাথে শিক্ষা,বিনোদন, গবেষণার কাজ করা হয়ে থাকে। 
  • জীববৈচিত্র্য: জীব বৈচিত্র্য হচ্ছে পৃথিবীতে বাসকারী জলজ, স্থলজ ও সামুদ্রিক বাস্তুতন্ত্রে বসবাসকারীর সকল প্রাণীর বিভিন্ন প্রজাতির প্রজাতিগত ভিন্নতা ।
  • ট্রফি: ট্রফি বলতে বোঝায় যখন কোন মৃত প্রাণীর কোন অংশ বা সম্পূর্ণ অংশকে কে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
  • পরিযায়ী প্রজাতি: পরিযায়ী প্রজাতি বলতে সে সকল বন্যপ্রাণীকে বোঝানো হয় যারা নির্দিষ্ট সময়ে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। 
  • বাফার জোন: বাফার জন হচ্ছে এমন একটি এলাকা যা রক্ষিত এলাকার আওতায় পরেনা বরং এমন এক প্রান্তীয় সীমানায় অবস্থিত যেখানকার স্থানীয় জনগণ ওই এলাকা থেকে নিজ প্রয়োজনে বনজ দ্রব্য ব্যবহার করতে পারে এবং স্বল্প মেয়াদী বনায়নের সুযোগ রয়েছে এবং যার মধ্যে জীববৈচিত্র সংরক্ষিত হবে।
  •  বিপদাপন্ন প্রজাতি : যে সকল বন্যপ্রাণীর বিলুপ্ত হওয়ার হুমকি রয়েছে বা বিরল হিসেবে বিবেচিত এদেরকে বিপদাপণন্ন প্রজাতি বলে। 
  • বিপন্ন প্রজাতি : যে সকল প্রাণীরা বর্তমানে ঝুঁকিতে না থাকলেও ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ভারমিন: যে সকল প্রাণী কৃষি ফসলের ক্ষতিসাধন করে।
  • মহা বিপদাপন্ন: যে সকল বন্য প্রাণী বা উদ্ভিদ প্রকৃতিতে ঝুঁকিতে রয়েছে এবং মারাত্মকভাবে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ল্যান্ডস্কেপ জোন: ল্যান্ডস্কেপ জোন হচ্ছে জাতীয় উদ্যান ইকোপার্ক এর বাইরে কোন নির্দিষ্ট এলাকা সরকারি অথবা বেসরকারি যেখানে জীববৈচিত্র্য নিয়ন্ত্রণে রাখা হয় এবং প্রাকৃতিক দৃশ্যের সাথে মিল রেখার ব্যবস্থা করা হয় এবং বন্যপ্রাণীরা নিরাপদে চলাচল করতে পারে।
  • রক্ষিত এলাকা : বিভিন্ন আইনের ধারা অনুযায়ী সরকার ঘোষিত জাতীয় উদ্যান ,কমিউনিটি কনজারভেশন এলাকা ,সাফারি পার্ক, সকল ইকো পার্ক ,সকল অভয়ারণ্য ,উদ্ভিদ উদ্যান এবং কুঞ্জবন কে রক্ষিত এলাকা হিসেবে ঘোষিত করা হয়েছে।