• মূলত প্রাণিদের পরিমাপের ক্ষেত্রে সেন্টিমিটার ব্যবহৃত হয়। যদি প্রাণি আকারে বড় হয় সেক্ষেত্রে মিটারে পরিমাপ করা হয়। 
  • ম্যাক্রো মেজারমেন্টের জন্য মিলিমিটার ব্যবহার করা হয় এবং  breadth and shoulder height মাপার জন্যেও। 
  • এমন কিছু ক্ষেত্র হলো –
  1. Cl : কচ্ছপের (turtle and tortoise) ডর্সাল কভারিং অথবা ক্যারাপেস (carapace) দীর্ঘ যা গলার অগ্রভাগের ডগা থেকে লেজের শেষ পর্যন্ত বিস্তৃত। 
  2. Hb (head to body) to sv(snout to vent) : মাথা এবং শরীর থেকে sonut and vent যা পরিমাপ করা হয় sount-এর ডগা হতে লেজবিশিষ্ট প্রাণির লেজের তলা পর্যন্ত এবং লেজহীন প্রাণির (যেমন- ব্যাঙ, frog and toad) ক্ষেত্রে vent পর্যন্ত। 
  3. Df (dorsal fin) : ডর্সাল পাখনা, 
  4. Pf (pectoral fin) : পেক্টোরাল পাখনা, 
  5. tf : tail fluke of marine mammals, 
  6. tl (tail length) : লেজের দৈর্ঘ্য আগা থেকে ডগা পর্যন্ত, 
  7. TlL or Tl (total length) : সার্বিক দৈর্ঘ্য পরিমাপ করা হয় sonut এর ডগা হতে লেজের ডগা পর্যন্ত, লেজহীন প্রাণির ক্ষেত্রে শরীর, vent বা পায়ু পর্যন্ত পরিমাপ করা হয়।

এছাড়া ভর বা ওজন পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো কিলোগ্রাম (kg), গ্রাম (gm) এবং মিলিগ্রাম (mg)।