উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরিরেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড (Wildlife Olympiad), ২০২৪ শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য এই অলিম্পিয়াডের উদ্বোধন উপলক্ষ্যে এক প্রেস কনফারেন্স আগামী ০৭/০৩/২০২৪ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত (কক্ষ নং-১৩১৭-১৩১৯, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) হবে। বর্ণিত প্রেস কনফারেন্সে জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

তারিখ                   : ০৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার 

সময়                      : দুপুর ১২:০০ ঘটিকা

স্থান                       : সম্মেলন কক্ষ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।