ক্যাটাগরি

স্কুল ক্যাটাগরি: অষ্টম, নবম, দশম শ্রেণি ও এসএসসি ২০২৪ পরীক্ষার্থী

কলেজ ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি, পলিটেকনিক (১ম – ৪র্থ সেমিস্টার)  

নিবন্ধন

online.bfdwlo.org ঠিকানায় প্রবেশ করে শিক্ষার্থীরা অলিম্পিয়াডের জন্য নিবন্ধন করতে পারবে।

বিজয়ী নির্বাচনের ধাপসমূহ

দুটি পর্যায়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড আয়োজিত হবে। নিবন্ধনকৃত শিক্ষার্থীরা জেলা পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। প্রতিটি জেলা অলিম্পিয়াডে ন্যূনতম ১৫৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

জেলা পর্যায়ের অলিম্পিয়াডে প্রতি ক্যাটাগরি থেকে ৩ জন শিক্ষার্থী বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় অলিম্পিয়াড। ২টি ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষার্থী জাতীয় অলিম্পিয়াডের বিজয়ী নির্বাচিত করা হবে।

পরীক্ষা পদ্ধতি

জেলা অলিম্পিয়াড

৩০টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরণ: বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন। বহুনির্বাচনি প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

সময়: ৩০ মিনিট

জাতীয় পর্ব

৫৫-৬০টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরণ: উদ্ভিদ, প্রাণী ও আবাসস্থল শনাক্তকরণ, বহুনির্বাচনি, সংক্ষিপ্ত প্রশ্ন ও লিখিত প্রশ্ন। বহুনির্বাচনি প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

সময়: ১ ঘন্টা ১৫ মিনিট

পুরস্কার

জেলা পর্যায়ের সকল অংশগ্রহণকারী ই-সার্টিফিকেট পাবে। জেলা পর্যায়ের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে।

জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০,০০০, ৩০,০০০ ও ২০,০০০ টাকা।

ফলাফল প্রকাশ

জেলা অলিম্পিয়াডের ফলাফল দেখতে ভিজিট করো : https://bfdwlo.org/result/