সাধারণ জিজ্ঞাসা (FAQ)
অলিম্পিয়াডে কারা অংশ নিতে পারবে?
বাংলাদেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, মাদ্রাসা, পলিটেকনিক (১ম থেকে ৪র্থ সেমিস্টার) ও সমমান পর্যায়ের যেকোন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
অলিম্পিয়াডে কিভাবে অংশগ্রহণ করা যাবে?
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশ নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে ভিজিট করো এই লিংকে: online.bfdwlo.org
কয়টি ক্যাটাগরি রয়েছে?
বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড দুইটি ক্যাটাগরিতে আয়োজিত হবে –
স্কুল ক্যাটাগরি : অষ্টম, নবম, দশম শ্রেণি ও এসএসসি ২০২৪ পরীক্ষার্থী
কলেজ ক্যাটাগরি : একাদশ-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক (১ম থেকে ৪র্থ সেমিস্টার)
অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে?
দুটি পর্যায়ে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড আয়োজিত হবে। দেশের প্রতিটি জেলায় একটি নির্দিষ্ট ভেন্যুতে জেলা পর্যায়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা আয়োজিত হবে জাতীয় পর্ব।
জেলা পর্যায়ের অলিম্পিয়াডের ভেন্যু ও সূচি জানতে এখানে ক্লিক করো।
জেলা পর্যায়ের অলিম্পিয়াড কবে অনুষ্ঠিত হবে?
জেলা পর্যায়ের অলিম্পিয়াড আয়োজিত হবে ১০ মে থেকে ১০ জুলাই ২০২৪ পর্যন্ত।
সম্পূর্ণ সময়সূচি দেখতে এখানে ক্লিক করো
জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড কবে আয়োজিত হবে?
জাতীয় পর্ব আয়োজিত হবে ৯ নভেম্বর ২০২৪, শনিবার
ভেন্যু: ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ
ঠিকানা: বেইলি রোড, ঢাকা
পুরস্কার হিসেবে কী থাকবে?
জেলা পর্যায়ের সকল অংশগ্রহণকারী ইলেক্ট্রনিক-সার্টিফিকেট পাবে। জেলা পর্যায়ের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট, মেডেল এবং জাতীয় পর্যায়ে অংশ নিতে পারবে।
জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। একইসাথে প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।
কিভাবে প্রস্তুতি নিবো?
অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য একটি সিলেবাস প্রস্তুত করা হয়েছে। সিলেবাস অনুসারে সহায়ক বিভিন্ন লেখা এখানে পড়া যাবে। এছাড়া রয়েছে সহায়ক বইয়ের তালিকা ও প্রয়োজনীয় লিংক।
কী বই পড়বো?
অলিম্পিয়াডের সহায়ক বই এর তালিকা এখান থেকে দেখা যাবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত
রেজিস্ট্রেশন কিভাবে করবো?
রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করতে হবে।
রেজিস্টেশন করতে কী তথ্যের প্রয়োজন হবে?
শিক্ষার্থীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল, শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠানের নাম
লগ ইন অপশন কোথায় পাবো?
https://online.bfdwlo.org/ এই ওয়েবসাইটের ডান কোণায় সবার শেষ অপশনটি।
লগ ইন করতে পারছি না। কী করবো?
পেইজ রিফ্রেশ দিয়ে ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আবার চেষ্টা করো।
রেজিস্ট্রেশন করার পরেও ইমেইল পাইনি। কী করব?
রেজিস্ট্রেশনের সময় ভুল ইমেইল দিলে এমন হতে পারে। সেজন্য ইমেইল যায়নি। সঠিক ইমেইল অ্যাড্রেস লিখে থাকলে ইমেইলের ইনবক্স, সোশ্যাল, আপডেটস, স্প্যাম ও প্রমোশনস বক্স চেক করতে হবে।
ভুলবশত আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড যে মেইল টা তে পাঠানো হয়েছিল সেটা ডিলিট করে ফেলেছি। এখন আমি কী করব?
রেজিস্ট্রেশন বন্ধ হবার আগেই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও লগ ইন হচ্ছে না, এখন আমার কী করণীয়?
ভাল করে দেখতে হবে যাতে ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ডের আগে-পরে যেন কোনো স্পেস না থাকে।
ইউজার নেম কি হবে?
ইউজার নেম হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় তোমার ইমেইলে পাঠানো ৬ ডিজিটের সংখ্যা। এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার।
পাসওয়ার্ড ভুলে গিয়েছি। কী করব?
এই লিংকে যেয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে।